নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৫, ১২:৩৪ দুপুর
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন চরমোনাই পীর

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন চরমোনাই পীর, ছবি: সংগৃহীত।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকালে সেই অনুষ্ঠানে যোগে দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটায় আয়োজনস্থলে পৌঁছাবেন। প্রতিনিধি দলে থাকছেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আরও পড়ুনমন্তব্য করুন