ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

হঠাৎ কেন বদলে গেছে ফোনের ডায়ালপ্যাড

হঠাৎ কেন বদলে গেছে ফোনের ডায়ালপ্যাড

তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে এই নতুন নকশা চালিয়ে আসছিল। অবশেষে চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করা হয়েছে। তবে এই পরিবর্তন এখনও সবার কাছে একসঙ্গে পৌঁছায়নি, কারণ এটি সার্ভার-সাইড থেকে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে।

কী কী বড় পরিবর্তন আনা হয়েছে?

১. হোম পেজে নতুন বিন্যাস

আগে ফেভারিটস (প্রিয় নম্বর) ও রিসেন্টস (সাম্প্রতিক কল) আলাদা আলাদা পৃষ্ঠায় থাকত। এখন সেগুলো একত্রিত করে নতুন 'হোম' ট্যাবে আনা হয়েছে। হোম পেজের শীর্ষে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ নম্বরগুলো, যা একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে সাজানো হয়েছে। ফলে এক স্পর্শেই প্রিয় কন্টাক্টের মধ্যে সহজে সুইচ করতে পারবেন। নিচে থাকবে কলের তালিকা, যেখানে প্রতিটি কল আলাদা কার্ডের মতো প্রদর্শিত হবে, যা দেখতে আকর্ষণীয় ও খুঁজে পাওয়াও সহজ।

২. ডায়ালপ্যাডের নতুন সাজসজ্জা
ফ্লোটিং কল বাটন আর থাকবে না। ডায়াল করার কীপ্যাড সরাসরি অ্যাপের মধ্যবর্তী পাতায় থাকবে, যা গোলাকার ও আধুনিক আকারে তৈরি হয়েছে। নাম্বার ইনপুট প্যানেলকে আরও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে। ভয়েসমেইল সেকশনে তালিকা বিন্যাসে নতুন ছোঁয়া এসেছে, যদিও বড় পরিবর্তন হয়নি।

৩. কন্টাক্ট খোঁজার নতুন পদ্ধতি
আগে কন্টাক্টস-এর জন্য আলাদা ট্যাব থাকলেও এখন তা সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনু আকারে আনা হয়েছে। এই ড্রয়ার থেকে সহজেই সেটিংস, কল হিস্টরি মুছার অপশন, সহায়তা ও ফিডব্যাক এবং কন্টাক্ট তালিকায় পৌঁছানো যাবে, ফলে নেভিগেশন আরও দ্রুত ও সহজ হয়েছে।

৪. ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার
কল এলে এখন দুই ধরনের নতুন পদ্ধতি থেকে বেছে নেওয়া যাবে:
আড়াআড়ি সোয়াইপ: ডানে সোয়াইপ করে কল রিসিভ, বামে সোয়াইপ করে বাতিল করা যাবে।
এক ট্যাপেই গ্রহণ বা বাতিল: সেটিংস থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে।
এটি পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কাটা বা রিসিভ হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন

৫. কল চলাকালীন স্ক্রিনে উন্নতি
কল চলাকালীন ব্যবহৃত বাটনগুলো এখন বড়, ডিম্বাকৃতি (পিল শেপ) এবং স্পর্শ করলে গোলাকার আয়তক্ষেত্রে রূপান্তরিত হয়। কল কেটে দেওয়ার বাটনটি আগের চেয়ে অনেক বড় ও চোখে পড়ার মতো করা হয়েছে।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া : যদিও নতুন ডিজাইন অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে, কিছু ব্যবহারকারী দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে অসুবিধা প্রকাশ করেছেন। এছাড়াও, কন্টাক্টস অপশন ট্যাব থেকে ড্রয়ারে স্থানান্তরকে কিছু ব্যবহারকারী অসুবিধাজনক মনে করছেন। পাশাপাশি, গুগল ডিফল্টভাবে ডার্ক থিমকেই অগ্রাধিকার দেওয়ায় অনেকেই হালকা বা উজ্জ্বল থিমের চাহিদা জানিয়েছেন।

কেন এই পরিবর্তন আনা হয়েছে?
নতুন ডিজাইন ভাষা প্রয়োগ : গুগল তাদের নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ব্যবহার করছে, যা অ্যান্ড্রয়েড-১৬ ও অন্যান্য প্ল্যাটফর্মে ধাপে ধাপে যোগ করা হচ্ছে। এর মাধ্যমে ইউজার ইন্টারফেসকে আরও রঙিন, প্রাণবন্ত এবং ব্যক্তিগতকৃত করা হচ্ছে।

ব্যবহারকারীর মতামত : গুগল লক্ষ্য করেছে যে অনেক সময় ব্যবহারকারীরা পকেট থেকে ফোন বের করার সময় ভুলবশত কল রিসিভ বা কেটে দেন। তাই এই সোয়াইপ করার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে যাতে ভুল-আনসার কম হয়।

সহজ ও পরিষ্কার ব্যবহার : নতুন ডিজাইনটি কল লগ, নেভিগেশন ও বাটন গঠনকে সহজ ও ব্যবহারবান্ধব করে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে কল করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হিজড়া মালেকা বোঝা নন, ছাগল পালনে স্বাবলম্বী

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের জমির বীজতলা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

আখাউড়া ম্যারাথনে অংশ নিলেন দেশের ৩০০ দৌড়বিদ