সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত আমির হোসেন বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বেলতৈল এলাহী বক্স রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে বুলবুল ইসলাম।
আরও পড়ুনজানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রৌহাবাড়ি চারমাথা নামক স্থানে যাত্রীবোঝাই একটি অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান।
মন্তব্য করুন