পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের পরিচ্ছন্নতা অভিযানের খেলা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযানের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) পরিবেশ বিষয়ক সংগঠন রোটারি ক্লাব অফ ইকো ঢাকা আয়োজিত এ খেলায় ৩০ জন শিশু অংশ নেয়।
খেলায় শিশুদের নদী, পাখি, ফুলের নাম নিয়ে কয়েকটি দল গঠিত হয়। হাতে গ্লভস মুখে মাস্ক লাগিয়ে তারা প্রতিযোগিতার মাধ্যমে প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি করে এমন ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে রাখে। খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ৩ দল ছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করা হয়।
এরআগে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় পরিবেশকর্মী, কৃষক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু হলো দেশের বৃহত্তম এই পরিবেশ অভিযাত্রা।
বিভিন্ন জেলায় পরিবেশ সচেতনতা সৃষ্টিতে র্যালি ও পরিচ্ছন্নতার খেলা ছাড়াও প্রকৃতিযাত্রায় থাকছে বৃক্ষরোপণ, বিষমুক্ত চাষাবাদে কৃষকদের সাথে মতবিনিময় সভা, প্রকৃতি পাঠাগার গঠন, প্রাণ-প্রকৃতি ও যুদ্ধবিরোধী গানের অনুষ্ঠান ও পরিবেশ বিষয়ক নাটক ইত্যাদি।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অফ ইকো ঢাকার প্রেসিডেন্ট মনি নাসিম সুলতানা, প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম (শামীম), কো-অর্ডিনেটর আহমেদ বাদল, সদস্য শেহনাজ সুবর্ণাসহ ইন্টারয়াক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্যবৃন্দ, পরিবেশকর্মী মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি খন্দকার আবু নোমান এনামসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন