পাবনার সুজানগর পৌর বাজারে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পৌর বাজারে এক খাবার হেটেলে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে বাজারের হোটেল রুচিতায় দুর্ঘটনাটি ঘটে। সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় চুলার আগুন থেকে হোটেলে আগুন লাগে।
আজ শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৪টায় হোটেলের কর্মচারীরা দোকান খুলতে এসে ভিতরে আগুন দেখতে পায় এবং সুজানগর দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বাহিনীর সদস্য ও বাজারের ব্যবসায়ীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনআগুনে হোটেলে থাকা ৫ হাজার টাকা, চাল-ডালসহ সকল মালামাল এবং ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান হোটেল মালিক মো. হাফিজুর রহমান মোল্লা। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন