জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির জনসভা
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাবেক সচিব - আ.বারী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিফলন ঘটবে।
দেশ ও জাতির কল্যাণে বিএনপি কাজ করে যাবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। মানুষের মৌলিক চাহিদা পুরণে আমরা বদ্ধ পরিকর। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।
আরও পড়ুনগতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর কলেজ বাজার মাঠে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানার সভাপতিত্বে বিএনপি নেতা রফিকুল ইসলাম চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম ওবাইদুর রহমান সুইট, বিএনপি নেতা যথাক্রমে এম কেরামত আলী, আব্দুর রউফ মাজেদ, জাহাঙ্গীর আলম, মামুনুর রহমান পিন্টু, কামরুজ্জামান মিলন, তরিকুল ইসলাম তুহিন, আমিনুর রহমান সোয়াত প্রমুখ।
মন্তব্য করুন