ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বকর সিদ্দিক (৫৫), তার স্ত্রী শিল্পী খাতুন (৪২), ভাতিজা কামাল মন্ডল (৪৫) ও নাতী সোহেল (১৯)। এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বকর সিদ্দিক রামকৃষ্ণপুর মৌজায় তার ক্রয়সূত্রে ২৪ শতক জমি তিনি দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত এশার আলীর ছেলে শাহজাহান আলী ওই জমি নিয়ে বিরোধ করে আসছেন। গত বৃহস্পতিবার ওই জমিতে আবু বকর সিদ্দিক হাল চাষ করছিলেন।

আরও পড়ুন

এ সময় প্রতিপক্ষ শাজহান আলী ও তার লোকজন হাল চাষ বন্ধ করতে বলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের হাল চাষ অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে শাজাহান আলীর লোকজন ওই সেনা সদস্যের উপর হামলা করে। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী শিল্পী খাতুন, ভাতিজা কামাল উদ্দিন ও নাতী সোহেলও হামলা শিকার হোন। হামলাকারীদের মারপিটে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে শাহজাহান আলী ও তার স্ত্রী, পুত্র-নাতিসহ জেনকে আসামী করা হয়েছে। ধুনট থানার এসআেই মুঞ্জুর মোর্শেদ বলেন অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

কুড়িগ্রামের উলিপুর নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নিখোঁজ

নীলফামারীতে তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের পরিচ্ছন্নতা অভিযানের খেলা

বগুড়ার সোনাতলার বুলবুল বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয়