ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা। ছবি : দৈনিক করতোয়া

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করে ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা সোনার গহনা ও মালামাল ডাকাতি করে লুট করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত  ১০টার দিকে।

জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী রেজিয়া বেগম এবং তার এক ১০বছরের নাতিকে নিয়ে তার নিজ বাড়িতে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেজিয়ার বাড়িতে হৈ চৈ পড়ে যায় বৃদ্ধা রেজিয়া বেগম এবং তার নাতির হাত-পা বেঁধে রেজিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা, সোনার গহনা ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ৯৯৯ ফোন করলে থানার ওসি সেরাজুল হকসহ সঙ্গীয় ফোর্স ও মহিলা পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এরপর পুলিশ রেজিয়া বেগমের লাশ এক ঘরে পড়ে থাকতে দেখতে পান এবং ঘরের আসবারপত্র কাপড়-চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পুলিশ এলাকাসীর মুখে জানতে পারেন রেজিয়াকে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করে টাকা-পয়সা ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এলাকাবাসীকে জানায় রেজিয়ার গলা, হাত-পা এবং শরীরে কোন দাগ নাই। তবে এলাকাবাসী জানান, রেজিয়াকে ডাকাতরা শ্বাসরোধ করে হত্যা করেছে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা সোনার গহনা ও মালামাল লুট করেছে।

আরও পড়ুন

রেজিয়ার নাত বউ মাকসুদা বলেন, আমার দাদী শ্বাশুড়ীকে হাত-পা বেঁধে ডাকাতেরা শ্বাসরোধে হত্যা করেছে।
এব্যাপারে মডেল থানার ইনচার্জ সেরাজুল হক জানান, ঘটনাস্থলে ডাকাতি বা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রেজিয়া বেগম স্বাভাবিক ভাবেই মারা গেছেন।

তবে এলাকায় গুঞ্জন হয়েছে তিনি হত্যার শিকার হতে পারেন। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তার মৃত্যুর প্রকৃত রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯

দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন গোবিন্দ ও সুনীতা