ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন। ছবি : শফিকুল ইসলাম শফিক

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর উদ্বোধন হয়েছে। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে রঙ বেরঙ এর বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় ৮নং ওয়ার্ডকে টাইব্রেকারে (২-০) হারিয়েছে ৪নং ওয়ার্ড। চরম উত্তেজনায় ভরা ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় সরাসরি টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি আল-আমিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি সফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী সফিক প্রমুখ।

আরও পড়ুন

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারি আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, এনামুল হক রানা, আব্দুল ওয়াদুদ প্রমুখ। খেলা পরিচালনা করেন জিব্রিল বাবু, আব্দুল মান্নান ও আব্দুল্লাহ। আজ মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ম্যাচে ১৯নং ওয়ার্ডের মুখোমুখী হবে শাখারিয়া ইউনিয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের পরিচ্ছন্নতা অভিযানের খেলা

বগুড়ার সোনাতলার বুলবুল বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে- প্রধান প্রকৌশলী, পাউবো