ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়া রেল স্টেশনে ছাত্রদলের নেতা যোবায়েরসহ ৫ জনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। সমাবেশে বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদ, তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারে দাবি জানান।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু,শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

আরও পড়ুন

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি

২০২৫ সালের প্রথম ৮ মাসে ব্রাঞ্চ নেটওয়ার্কের ১০,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির রেকর্ড

সাতক্ষীরায় পরীক্ষার হলে কলেজছাত্রীর মৃত্যু

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫