ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচন

ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানালো ছাত্র অধিকার পরিষদ

ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানালো ছাত্র অধিকার পরিষদ, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে ৪১ জন প্রার্থীকে ভোট দিতে হবে। এত সংখ্যক নাম ও ব্যালট নম্বর মনে রাখা একজন ভোটারের পক্ষে কঠিন। তাই ব্যালট পেপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে। নারীদের ক্ষেত্রে তারা যেন নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ছবি দিতে পারেন, সেই সুযোগ রাখতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত না হলে একই নামে একাধিক প্রার্থীর কারণে ভোটাররা বিভ্রান্তিতে পড়তে পারেন।তিনি অভিযোগ করে আরও বলেন, ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার এবার ভিপি পদে প্রার্থী হয়েছেন। তাহলে কি তার অতীতের ফৌজদারি অপরাধ ক্ষমা হয়ে গেল? তিনি একসময় ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের প্রচারণায় ডিম নিক্ষেপ করেছিলেন এবং নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছিলেন।

এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত না করা হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বাচনে অংশ নেয়, তবে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবো।এছাড়া সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য প্রার্থীরাও নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন

জেনারেল সেক্রেটারি (জিএস) পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, নির্বাচিত হলে আমরা বিশ্ববিদ্যালয়ের খাবারের মানোন্নয়ন, আবাসিক সংকট নিরসন ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। পাশাপাশি ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবো এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করার চেষ্টা করবো।

অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী রাকিবুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে বলেন, ভোটকেন্দ্রগুলো খোলা জায়গায় রাখা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য রোদ, বৃষ্টি ও গরম থেকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে। ভোটকেন্দ্রের ভেতরে পর্যাপ্ত জায়গা রাখতে হবে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর উত্তোলনে তদন্ত কমিটি গঠন

আজ নায়ক রাজের প্রয়াণ দিবস

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৩১১

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সিপিএলে নাম লেখালেন রিজওয়ান

টেকসই অর্থায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক পিএলসি

বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা