নিজ বাড়িত আত্মহত্যা করলেন ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি: লিপন রায় দ্বীপ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি ঢাবির জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কাজল দাশ ও অতনু বর্মন কমিটির ১ নং সহ সভাপতি ছিলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দ্বীপ ঢাবিতে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ হলের আবাসিক ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বীপের ব্যাচমেট ও গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল জোবায়ের বলেন, ব্যক্তিগত কারণে গতকাল (শুক্রবার) মাঝরাতে আমার ডিপার্টমেন্টের বন্ধু লিপন রায় দ্বীপ লালমনিরহাটে নিজ বাড়িতে সুইসাইড করেছে।
তিনি বলেন, চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগে দ্বীপ মারা গেছে, এমনটা শোনা যাচ্ছিল। তবে, সে ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে চাকরি করছিল। চাকরির সমস্যা নয়, বিষয়টা পারসোনাল (ব্যক্তিগত)।
আরও পড়ুনদ্বীপের দাদা সজীব বলেন, আমি শুনেছি দ্বীপ আত্মহত্যা করেছে। আমি এখনো বাড়িতে যাইনি। আমরা যতটুকু ধারণা, দ্বীপ ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। যার কারণে, হতাশায় হয়তো আত্মহত্যা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু শুনিনি। আমরা খোঁজ নেব।
মন্তব্য করুন