ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

যে কাজটি বিশ্ববিদ্যালয়ের করার কথা, সেই কাজ আমাদের করতে হচ্ছে: ডাকসুর জিএস ফরহাদ

যে কাজটি বিশ্ববিদ্যালয়ের করার কথা, সেই কাজ আমাদের করতে হচ্ছে: ডাকসুর জিএস ফরহাদ, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সদ্য নির্বাচিত ডাকসুর নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে অনুষ্ঠিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ বলেন, শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই দায়িত্ব আমরা পালন করছি। কারণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আধুনিক সুবিধার অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা আমাদেরকে উদ্যোগ নিতে বাধ্য করেছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো শিক্ষার্থী চিকিৎসা সেবার অভাবে ক্ষতিগ্রস্ত হোক। আজকের আয়োজন শিক্ষার্থীদের জন্য আমাদের প্রথম পদক্ষেপ। ধাপে ধাপে আমরা আরও কার্যকরী উদ্যোগ নেব, যেন সবাই সহজে স্বাস্থ্যসেবা পায়।”

ক্যাম্পে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেক শিক্ষার্থী জানান, মেডিকেল সেন্টারে সঠিক চিকিৎসা না পাওয়ায় এ ধরনের আয়োজন তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

আরও পড়ুন

উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “মেডিকেল সেন্টারে গেলে অনেক সময় ডাক্তার পাওয়া যায় না, আবার যন্ত্রপাতিও ঠিকমতো নেই। কিন্তু এখানে সহজে পরীক্ষা ও পরামর্শ পাওয়া যাচ্ছে। আমাদের জন্য এটা সত্যিই বড় সহায়তা।”*

ডাকসুর নেতৃবৃন্দ জানিয়েছেন, শুধু মেডিকেল ক্যাম্প নয়, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ওষুধ সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা কর্মশালা এবং স্থায়ী মেডিকেল টিম গঠনের উদ্যোগ নেবে তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছেন, ডাকসুর এ উদ্যোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং স্থায়ীভাবে ক্যাম্পাসে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

মুন্সিগঞ্জে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নারায়ণগঞ্জের জিমখানায় যৌথবাহিনীর অভিযানে আটক ২৪

৪ কে‌জি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বি‌ক্রি ১৭ হাজার ৬৪০ টাকায়