ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাবির টিএসসিতে শিক্ষার্থীদের ঢল: বাংলাদেশ-ভারত ম্যাচে উপচে পড়া উচ্ছ্বাস

ঢাবির টিএসসিতে শিক্ষার্থীদের ঢল: বাংলাদেশ-ভারত ম্যাচে উপচে পড়া উচ্ছ্বাস

ঢাবি প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচ বড় পর্দায় দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর ঢল নেমেছে। বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। খেলা শুরুর অনেক আগেই শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টিফিন, জাতীয় পতাকা, পোস্টার এবং ব্যানার হাতে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। মাঠ জুড়ে “বাংলাদেশ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি কোণা। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ক্যাম্পাস যেন মেতে ওঠে এক অন্য রকম উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে টিএসসিতে ভীড় জমাতে থাকেন সন্ধ্যার পর থেকেই।

শিক্ষার্থীরা জানান, বড় পর্দায় একসাথে বসে খেলা দেখার অভিজ্ঞতা এক ধরনের ভিন্ন আবেগ সৃষ্টি করে। ঢাবি শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, “বাংলাদেশের খেলা মানেই আবেগ। আজ এখানে এসে মনে হচ্ছে আমরা সবাই মিলে জাতীয় দলের এক অংশ হয়ে গেছি। মাঠের প্রতিটি মুহূর্তে আমরা সবাই একসাথে চিৎকার করছি, উল্লাস করছি—এটাই আসল আনন্দ।”

আরও পড়ুন

আয়োজকরা জানান শিক্ষার্থীদের বিনোদন ও ক্রীড়া চেতনা জাগ্রত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু খেলাই নয়, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে তোলে। বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ঘিরে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও খেলার প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীদের আবেগের বহিঃপ্রকাশ চোখে পড়েছে। কারও হাতের পতাকা দোলাচ্ছে, কারও মুখে আঁকা লাল-সবুজ, আবার কেউ বা বন্ধুদের নিয়ে তুমুল উল্লাসে মাতোয়ারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ