ডাকসুর উদ্যোগে ঢাবির প্রতিটি হলে হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে এসব ল্যাব শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও অ্যাকাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির এক নতুন কেন্দ্র হিসেবে কাজ করবে।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলকে আমরা স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির অন্যতম অপরিহার্য উপকরণ হলো কম্পিউটার। গবেষণা, জ্ঞানচর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাবের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, প্রতিটি হলে ল্যাব থাকলে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরেও সহজে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারবে। গবেষণা, অ্যাকাডেমিক কাজ, থিসিস প্রস্তুতি ও অনলাইন-ভিত্তিক নানা সুবিধা আরও দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। ফলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীরা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
আরও পড়ুনমাজহারুল ইসলাম জানান, প্রতিটি আবাসিক হলে শুধু একটি কক্ষ বরাদ্দ পেলেই ডাকসুর পক্ষ থেকে ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে। ইতোমধ্যে শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রভোস্টকে রুম বরাদ্দের জন্য লিখিত আবেদন জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনকে সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, ল্যাবগুলোকে শিক্ষার্থীদের জন্য অধিক কার্যকর করতে কিছু বিশেষ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। তার আশা, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আধুনিক কম্পিউটার ল্যাব চালু হবে এবং এটি শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের এক অনন্য হাব হিসেবে গড়ে উঠবে।
মন্তব্য করুন