ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে গিয়ে তাহের জানলেন তিনি বাসায় গেছেন

মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে গিয়ে তাহের জানলেন তিনি বাসায় গেছেন, ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে বিএনপি মহাসচিব রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে যান তাহের। পরে তিনি বলেন, উনি (মির্জা ফখরুল) রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন, ডাক্তাররা জানালেন তিনি ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য জরুরি। আমরা দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে। আমরা উনাকে দেখতে বাসায় যাব।

বিএনপি’র সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপি’র সঙ্গে রাজনীতি করেছি। দলটির সঙ্গে সৌহার্দ্য বজায় আছে। বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেটা উচিত নয়। সকলে মিলে সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক আলোচনা হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নির্বাচনটা যাতে হাসিখুশি হতে পারে। জুলাই সনদ নিয়ে জামায়াতের এ নেতা বলেন, গতকাল আমাদের নির্বাহী বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ আছে। সেটা নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে  বসবো। তারপরে আমরা মতামত জানাবো। কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর আমরা আনুষ্ঠানিক ব্রিফ করব। বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য জুলাই চার্টার খুব জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

প্রসঙ্গত, অসুস্থতাবোধ করলে মঙ্গলবার রাতে হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনএএম মোমিনুজ্জামানের অধীনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে। অবস্থার উন্নতি হলে বুধবার বেলা ১২টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা