ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নাটোরের সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত

নাটোরের সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত। প্রতীকী ছবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাবার হাতে ছেলে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে। গত শনিবার সন্ধ্যায় বাবা শহিদুলের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় শরিফুল ইসলাম (৩০)। সে ঐ গ্রামের শহিদুল ইসলাম শহিদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়ই মা-বাবার সাথে দুর্ব্যবহার করতো সে। গত শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের বাবা শহিদুল প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে। ছেলের হত্যাকারী বাবা শহিদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মরদেহ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুট: এবার কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেয়েছে হামাস

২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টেশন ছাড়াই থামে ট্রেন

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া