ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ডিগ্রি  শ্রেণির শিক্ষার্থীদের পৃথক শ্রেণি কক্ষ দাবি

বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষের কক্ষ অবরোধ করে ডিগ্রির শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষের কক্ষ অবরোধ করে ডিগ্রির শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : পৃথক শ্রেণি কক্ষের দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীরা আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় অধ্যক্ষের কক্ষ অবরোধ করে রাখেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন “শিক্ষার জন্য লড়ছি ভাই, ডিগ্রি শ্রেণির আলাদা রুম চাই।” তারা অবিলম্বে ডিগ্রি পাস কোর্সের জন্য আলাদা ক্লাসরুম বরাদ্দের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ থাকা সত্ত্বেও তাদের জন্য আলাদা রুম বরাদ্দ করা হয়নি। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মর্যাদাহানি বোধ করছেন।

আরও পড়ুন

প্রথমে একদফা অর্থাৎ শুধুমাত্র আলাদা শ্রেণিকক্ষের দাবি তুললেও পরবর্তীতে ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ডিগ্রির চারটি বিভাগ (বি.এ, বি.এস.এস, বি.এস.সি ও বি.বি.এস) এর জন্য আলাদা চারটি শ্রেণিকক্ষ বরাদ্দ, পাঁচ সদস্যের কমিটি গঠন করে একজনকে ডিগ্রি পাস কোর্সের প্রধান ও চারজন শিক্ষককে চার বিভাগের দায়িত্ব প্রদান, ডিগ্রি অফিসের অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষক কমিটিতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং কলেজের খেলাধুলাসহ সব ইভেন্টে ডিগ্রি বিভাগের অংশগ্রহণ নিশ্চিতকরণ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণের সময় বাড়লো একদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন