বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে অটোভ্যান চালক সৈকত ইসলাম (৩২) আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে অটোভ্যানের চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
অপরদিকে উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার গ্রামের দবির উদ্দিনের ছেলে টিউবওয়েল মিস্ত্রি লিটন মিয়া (৩৬) বেলা ২টার দিকে গাবতলী উপজেলার সুকানপুকুর গ্রামে সাবমারসিবলের কাজ করার সময় ফ্যানের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনএ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন পৃথক দু’টি বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং লাশের সুরতহাল করা হয়েছে বলে জানান।
মন্তব্য করুন