ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ার সোনাতলা থানার মামলার আসামি সাইদুর রহমান তুষ্টিকে মারপিটে জখমসহ নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতকে জানাতে পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শারমিন খাতুন গত ১৪ আগস্ট এই আদেশ দেন।

জানা গেছে, সোনাতলা উপজেলার আগুনা তাইর (মাস্টারপাড়া) গ্রামের সারোয়ার হোসেনের ছেলে  সাইদুল রহমান তুষ্টিকে আদালতে বিচারাধীন সোনাতলা থানার একটি মামলায় ওয়ারেন্টমূলে দুই সিভিল ড্রেস পরা এবং পুলিশের পোশাক পরা তিন পুলিশ সদস্য গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ি করে মারপিট করতে করতে থানায় নিয়ে আসে।

থানায় আনার পর ডিউটি অফিসার এএসআই মিজান ওই আসামিকে দেখতে পেয়ে তিনিসহ তিন পুলিশ সদস্য থানার বারান্দায় এলোপাথারি মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে সিভিল ড্রেসের এক পুলিশ সদস্য হকিস্টিক দিয়ে মারপিট করেন। আসামি মারপিটের এক পর্যায়ে মাটিতে পরলে এএসআই মিজান পায়ের জুতা দিয়ে গলার বাম পাশে সজরে লাথি মারে।

আরও পড়ুন

পরে তাকে আদালতে আনার পর বিচারক আসামির বক্তব্য শোনার পর অভিযোগকারী অভিযোগ ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ১৫’ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আওতাভুক্ত হওয়ায় বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন খাতুন অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন।

সেই সাথে অভিযোগকারী আসামি সাইদুর রহমান তুষ্টির প্রদানকৃত বিবৃতির একটি কপি পুলিশ সুপারকে প্রেরণের সিদ্ধান্তসহ বর্ণিত বিয়য়ে একটি মামলা করার নির্দেশ দিয়ে ওই আদেশ দেন। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মারপিটের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে কোচের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি শর্টপিচ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় ২টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার ব্যক্তি

রংপুরের কাউনিয়ায় সাবেক মন্ত্রী টিপু মুনশির পিএস লাভলু গ্রেফতার 

বগুড়ার শেরপুরে গোয়াল থেকে গরু চুরি