ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেয়েছে হামাস

ছবি : সংগৃহীত,গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক : কায়রোতে অবস্থানরত হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব পেয়েছেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ও দুই ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। এ ছাড়া যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার জন্য প্রধান মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রীও মিসরে রয়েছেন বলে সোমবার এএফপিকে জানিয়েছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা। 

গোপনীয়তা রক্ষার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এ প্রস্তাবটি একটি কাঠামোগত চুক্তি, যা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সূচনা করবে।

মধ্যস্থতাকারীদের দেওয়া এ প্রস্তাব পর্যালোচনার জন্য হামাস তাদের নেতাদের সঙ্গে ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে পরামর্শ করবে।’
গত সপ্তাহে হামাস জানায়, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে রয়েছে, যারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। গাজা যুদ্ধ এখন ২৩তম মাসে প্রবেশ করেছে।

কাতার ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসরও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত।


তবে এ বছরের শুরুর দিকে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর থেকে পরববর্তী পদক্ষেপ নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার গাজার রাফাহ সীমান্ত পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখন ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা মিসরে অবস্থান করছেন এবং তারা পদ্ধতিগত হত্যাকাণ্ড ও অনাহার বন্ধে প্রচেষ্টা জোরদার করছেন।’

আরও পড়ুন

গত সপ্তাহে আবদেলাত্তি বলেন, কায়রো কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করার জন্য কাজ করছে, যার আওতায় ‘কিছু জিম্মি ও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং কোনো বাধা ছাড়া গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা চালু হবে।’

গত মাসে কাতারের রাজধানী দোহায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি।


সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

এক টাকার অভিযোগ প্রমাণ  দিতে পারলেও রাজনীতি  থেকে ইস্তফা দেব - সারজিস আলম

৪ জেলায় সাময়িক বন্যার পূর্বাভাস

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা, গ্রেফতার ৭