পাবনার সুজানগরে ২০টি বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছের তীব্র সঙ্কট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে শুষ্ক মৌসুম আসার আগেই বৃহত্তর গাজনার বিলসহ ছোট বড় ২০টি খাল-বিল পানি শূন্য হয়ে পড়েছে। এসব জলাধারে পানির সঙ্কটের ফলে উপজেলার হাটবাজারে মাছের আকাল দেখা দিয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উৎস। এছাড়া ছোট বড় আরও ১৯টি খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় প্রাকৃতিক মাছ আশঙ্কজনক হারে কমে গেছে। চলতি মৌসুমে এসব বিলগুলো পানি শূন্য হয়ে পড়েছে।
বৃহত্তর গাজনার বিলের ক্যানালে সামান্য পানি থাকলেও তাতে মাছ নেই। সে কারণে উপজেলার সর্বত্র মাছ সংকট দেখা দিয়েছে। উপজেলার উলাট গ্রামের মাছ ত্রেতা হেলাল উদ্দিন বলেন, বর্তমানে হাটবাজারে স্থানীয় পুকুরে চাষ করা পাঙাস, তেলাপিয়া, সিলভার কার্প ও বাটা মাছ ছাড়া বিল ও নদীর তেমন কোন মাছের দেখা মিলছেনা।
আরও পড়ুনমাঝে মধ্যে সুজানগর পৌর বাজারসহ কোন কোন হাটবাজারে ইলিশ মাছের দেখা মিললেও মাত্রাতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না। গত রোববার সুজানগর পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক হাতেম আলী বলেন, বর্তমান বাজারে চাষ করা মাছ কেনাও কঠিন হয়ে পড়েছে। প্রতিকেজি পাঙাস মাছের দামও ১৮০ থেকে ২০০টাকা। ফলে মাছের এই চড়া বাজারে নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছেনা।
সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, উপজেলার সকল খালবিল প্রায় পানি শূন্য। তাছাড়া চলতি মৌসুমে পদ্মা নদীতেও তেমন মাছ নেই। ফলে উপজেলায় মাছ সংকট দেখা দিয়েছে।
মন্তব্য করুন