ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রীর আত্মহত্যা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে লিলি খাতুন (৩৫) নামে এক সন্তানের মা বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। লিলি খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের নুরুন্নবীর স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালী গ্রামের হযরত আলীর মেয়ে লিলি খাতুনের প্রায় ১৮ বছর আগে নুরুন্নবীর সাথে বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তাদের একটি ছেলে আছে। অভাব-অনটনের সংসারে জীবিকার তাগিদে নুরুন্নবী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সাভার জেলা সদরে একটি ভাড়া বাসায় অবস্থান করতেন।

সেখানে নুরুন্নবী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু স্বামী দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করলে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে গতকাল রোববার সকালে স্ত্রীর সাথে বিরোধ করে নুরুন্নবী গাড়ি চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান।

আরও পড়ুন

এদিকে স্বামী বাসায় না থাকার সুযোগে লিলি খাতুন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় লিলি খাতুনের মৃত্যু হয়।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে জোড়খালী গ্রামে গিয়ে ঘটনাটি তদন্ত করে দেখেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লিলির মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীর্তনখোলা থেকে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫বস্তা ভেজাল সার জব্দ ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

কালিয়াকৈরে দুই নারীর মরদেহ উদ্ধার

চবিতে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী