ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন থেকে নতুন করে ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুসালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হুতিদের নিক্ষেপ করা এই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আঘাত হানতে পারেনি। ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুসালেম, মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ঠাকুরগাঁওয়ের কৃষক পাকা ধান পানিতে ডুবে রঙ কালচে

নারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাটে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম শুরু