টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ঠাকুরগাঁওয়ের কৃষক পাকা ধান পানিতে ডুবে রঙ কালচে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে টানা তিনদিনের ঝড়-বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে পানিতে ডুবে গেছে পাকা ধান ও আগাম সবজির ক্ষেত। কৃষকরা বলছেন, ধান পানিতে ডুবে শীষ ঝরে পড়ছে, জমিতে সবজির গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে নুয়ে পড়া ধান আর জলাবদ্ধ সবজি ক্ষেত। ঠাকুরগাঁও সদর উপজেলার চাষি রমজান আলী বলেন, আর কয়েকদিনের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমি তলিয়ে গেছে। শীষ কালচে হয়ে যাচ্ছে, এতে ফলনও কমবে আবার দামও মিলবে না। কেবল ধান নয়, শীতকালীন সবজি আবাদকারীরাও বিপাকে পড়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার সবজি চাষি রফিকুল ইসলাম জানান, শসা আর টমেটো রোপণ করেছেন তিনি। কিন্তু ক্ষেত ডুবে যাওয়ায় শিকড় পচে গাছ মরে যাওয়ার ভয় পাচ্ছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত তিনদিনে ঠাকুরগাঁওয়ে ৩২ দশমিক ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলায় বর্তমানে এক লাখ ৩৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে আমন ধান এবং ৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ চলছে। এরমধ্যে প্রায় ২শ’ হেক্টরে আগাম সবজি রোপণ করা হয়েছে।
আরও পড়ুনকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবির বলেন, বিগত কয়েক বছরে এসময় এত বৃষ্টি দেখা যায়নি। এতে পাকা ধানের গুণগত মান নষ্ট হচ্ছে। সবজিও ঝুঁকিতে রয়েছে। দ্রুত জমি থেকে পানি নামানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষতির সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্ষতি কিছুটা সামলে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন