ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খাইছড়া চা বাগানের লেকপাড় এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, চা বাগানের শ্রমিকরা কাজের সময় হঠাৎ লেকপাড়ে অজগরটিকে দেখেন। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কাজ ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন।

আরও পড়ুন

পরবর্তীতে বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানালে তিনি দ্রুত ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকালে বাগান কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন। পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল আরো জানান, অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিরাপদে বনে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী চা বাগান ও পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে বনে খাদ্য সংকটের কারণে তারা লোকালয়ে চলে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার কিছু যায় আসে না : বাঁধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই কৃষকরে মৃত্যু

বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন

অপূর্ব পালের ‘দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি’ দাবি আহমাদুল্লাহর

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার