রংপুরে গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন গ্রেফতার ১

রংপুর জেলা ও পীরগাছা প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে গৃহবধূকে গাছের সাথে রাতভর বেঁধে নির্যাতন করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আমেনা বেগম ভুক্তভোগী গৃহবধূর সতীন। রোববার বিকেলে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।
ওসি জানান, গত শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগম স্বামীর বাড়িতে উঠলে তার স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। মারধরের এক পর্যায়ে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে সুপারী গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরে ভুক্তভোগী শেফালী বেগম থানায় তার স্বামী ও সতীনসহ ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িত আমেনা বেগমকে গ্রেফতার করে। গ্রেফতার আমেনা বেগম নজরুল ইসলামের প্রথম স্ত্রী।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নির্যাতনের শিকার ওই নারী এ বিষয়ে ৬ জনের নামে অভিযোগ দায়ের করলে সেটি মামলা হিসেবে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন