তারাগঞ্জে একসাথে তিন কন্যাশিশুর জন্ম, খাবার যোগাতে হিমশিম

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জের ইকরচালি ইউনিয়নের দোহাজারী গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রিতু মনি(২৩) একসাথে তিন কন্যাশিশুর জন্ম দিয়েছেন। কিন্তু অভাবের সংসারে দিন বাড়ার সাথে সাথে এক মাস বয়সী এই শিশুদের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার কৃষিকাজের ওপর নির্ভর বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের ৯ সদস্য। সারাবছর নিজের দু-এক কাঠা জমি চাষবাদ করেন। এরই মাঝে গত ৬ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে তার স্ত্রী তিন কন্যাশিশুর জন্ম দেন। পরিবারটি অসচ্ছল হওয়ায় বর্তমানে রিতু মনি ও তিন মেয়ে পুষ্টিহীনতায় ভুগছেন। সন্তানদের খাওয়ার জন্য বাড়তি দুধ কিনতে পারছেন না বাবা সবুজ মিয়া।
ওই গ্রামের বাসিন্দা আকবর হোসেন বলেন, একসাথে তিন কন্যাশিশুর জন্ম হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। বাড়তি দুধের টাকা জোগাড় করতে না পারায় দিন দিন অসুস্থ হয়ে পড়ছে শিশুগুলো।
আরও পড়ুনবাবা সবুজ মিয়া ও মা রিতু আক্তারের সাথে কথা হলে তারা বলেন, অভাবের সংসারে কৃষিকাজ করে বৃদ্ধ বাবা-মাসহ ৯ জনের ভরনপোষণ করতে হয়। সরকার থেকে কোন সহযোগিতা পেলে তিন শিশুকে ভালভাবে মানুষ করা যেত। কিন্তু কারো কোন সহযোগিতা পাচ্ছেন না তারা।
মন্তব্য করুন