ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

২টি ট্রাকসহ এক লাখ টাকা উদ্ধার

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে ৫ ডাকাত গ্রেফতার

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে ৫ ডাকাত গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ডিবি পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে। সেইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রির এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারের পর আজ সোমবার (১৮ আগস্ট) ওই পাঁচ ডাকাতকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আমুলি আদালত-২ এ তোলা হয়। এদের মধ্যে আসামি জিয়াউর রহমান এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তার সাথে গ্রেফতার হওয়া আরও চার ডাকাতসহ অন্যদের নাম প্রকাশ করে জবানবন্দি দেয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা তার দেয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে বগুড়া কারাগারে পাঠিয়ে দেন।

সেইসাথে আদালতে তোলা অপর চার আসামিকেও কারাগারে প্রেরণ করা হয়। আদালতে জবানবন্দি দেয়া আসামি জিয়াউর রহমান (৩৫) ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে। কোর্ট পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া গ্রেফতারকৃত ডাকাত চক্রের অপর চার সদস্য হলো, বগুড়ার শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক গ্রামের রফিজুলের ছেলে দিদার (৩৪), একই এলাকার অহিদের ছেলে আব্দুল মান্নান (২৩), ভোলার বোরহান উদ্দিন উপজেলার লক্ষীপুর গ্রামের সাফিজল ব্যাপারীর ছেলে মো: সোহেল (২৮), এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মো: জাফর হোসেন (৪৫)। গতকাল রোববার রাতে ডিবি পুলিশ ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচ ডাকাতকে গ্রেফতার করে।

আরও পড়ুন

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর আশেকপুর এলাকায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল সিকিউরিটি গার্ড ও অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ১০ লাখ টাকা মূল্যের ৮টি ফ্রিজিয়ান গরু এবং ১২ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত হলে তারা অভিযান চালিয়ে এই পাঁচ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত ওই পরিমাণ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ওই ২টি ট্রাক উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান চলমান আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত