জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই পৌরশহরের তালুকদারপাড়ায় একটি বাড়িতে গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গৃহকর্তাসহ চারজনকে বেঁধে মারপিট করে চারটি মোবাইল ফোন, আলমারিতে থাকা এক লাখ বিশ হাজার টাকা ও দশ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের তালুকদারপাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালাই পৌরশহরের তালুকদারপাড়ার দ্বিতল ভবনের নিচতলায় গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ডাকাতরা গৃহকর্তাসহ পরিবারের চারজনের হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে।
এরপর তারা ঘরের মধ্যে আলমারির ড্রয়ার ভেঙ্গে এক লাখ বিশ হাজার টাকা, দশ ভরি সোনার গহনা ও চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে গৃহকর্তা ও অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়।
আরও পড়ুনগৃহকর্তা নাফসি তালুকদার বলেন, ‘কখন যে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছে তা একটুও টের পাইনি। ডাকাতরা ৭/৮ জন ছিল, তাদের সবার হাতে চাপাতি ও লোহার রড ছিল। কিছু বলার আগেই তারা আমাকেসহ স্ত্রী ও সন্তানদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। চিৎকার করলে সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়।
প্রায় ৪৫ মিনিট তারা বাড়িতে ছিল। তারা যাওয়ার পর চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়। এ সময়ের মধ্যে ডাকাতরা আলমারির ড্রয়ারে থাকা দশ ভরি ওজনের সোনার গহনা, এক লাখ বিশ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন,‘খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন