ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করা এসব দলের কাগজপত্র পর্যালোচনার পর ইসি এ সিদ্ধান্ত জানায়।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই ১৬টি দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। গত ৩ আগস্ট বিকেল ৫টায় সেই সময় শেষ হয়।

আরও পড়ুন

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ