ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীর পদ, তদন্ত কমিটি গঠন করলো ঢাবি ছাত্রদল
_original_1754655764.jpg)
ঢাবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবিন্যস্ত হল শাখাগুলোর নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব নিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রমকে সঠিক পথে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম রুহুল ইমনকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কমিটিকে অনুমোদন দিয়েছেন। তারা কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটির কাজ হবে অভিযোগ যাচাই, তথ্য সংগ্রহ এবং সাংগঠনিক বিধি অনুযায়ী সুপারিশ প্রদান। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন