ঢাবি ছাত্রদলের নতুন হল কমিটিতে পদবঞ্চিতদের ক্ষোভ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নতুন হল কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (৮ আগস্ট) এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
২০২১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আবু তালিব অভিযোগ করেছেন, মুজিব হলের ৫৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে তার নাম রাখা হয়নি। অথচ ২০২২ সালে ক্যাম্পাসে আসা অনেক জুনিয়র নেতা পদ পেয়েছেন। তিনি দাবি করেন, ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে হল ছাড়তে হলেও তিনি সংগঠনের সঙ্গে অটল ছিলেন।
স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নেতা মুহাম্মদ মাহাদী হাসান তার ক্ষোভ ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন—
“২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুট-বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলনের পর বড় বড় সুযোগ-সুবিধার প্রস্তাব পেলেও মা, মাটি ও মানুষের স্বার্থে নিজের আদর্শ বিক্রি করিনি। অথচ আজ আমার ত্যাগ ও বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নেপোটিজম করে তার আপন ছোট ভাইকে আমার জায়গায় বসিয়ে।”
মুহসীন হলের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম বলেন, “২২-২৩ সেশনের সবচেয়ে সম্ভাবনাময় কর্মী হিসেবে আমাকে বিবেচনা করা হতো। ২০২৪ সালের রমজানে ইফতি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ছাত্রদল করার সিদ্ধান্ত নিই। সুতরাং আমি ৫ আগস্টের পর হুজুগে ছাত্রদলে যোগ দিইনি। আমার বিষয়টি মুহসীন হলের সবাই জানে। তারপরও আমার নাম বাদ দেওয়া কোনো সাধারণ ভুল নয়, বরং ইচ্ছাকৃত ও ষড়যন্ত্রমূলক।”
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সোহানুর রহমান সোহান বলেন, আমি অনেক কষ্ট করেছি দলের জন্য কিন্তু আমাকে আমার হল কমিটির ৬ নং সদস্য পদ দিয়েছে।৫ আগস্টের পর রাজনীতি করা অনেকে আমার চেয়ে ভালো পদ পেয়েছে। এছাড়া অন্যান্য হল গুলোতেও অনেকেই রাজনীতির সাথে যুক্ত থেকেও মনমত পদ বা একেবারে কোনো পদ না পাওয়াতেই ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
পদবঞ্চিতদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও অবদানের পরও তাদের জায়গায় নবাগত ও ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ঢাবি ছাত্রদল এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মন্তব্য করুন