নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০৬:১৭ বিকাল
জামায়াত নেতাদের ছবি সরিয়ে এবার খালেদা জিয়ার বয়ান তুলে ধরলো ছাত্রশিবির
_original_1754482521.jpg)
জামায়াত নেতাদের ছবি সরিয়ে এবার খালেদা জিয়ার বয়ান তুলে ধরলো ছাত্রশিবির
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তি’ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনী নিয়ে চলমান বিতর্ক নতুন মোড় নিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সরিয়ে দেওয়ার পর এবার একই স্থানে তুলে ধরা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য, স্কাইপ কেলেঙ্কারি ও যুদ্ধাপরাধ বিচার নিয়ে বিতর্কিত তথ্যচিত্র।
আজ বুধবার (৬ আগস্ট) ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক আয়োজনের দ্বিতীয় দিনে টিএসসির দেয়ালে প্রদর্শিত হয় যুদ্ধাপরাধ বিচারপ্রক্রিয়া নিয়ে নানা পোস্টার। এগুলোর মধ্যে ছিল— বেগম খালেদা জিয়ার বক্তব্য, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ‘স্কাইপ কেলেঙ্কারি’, মানবাধিকার আইনজীবী জিওফ্রে রবার্টসনের মন্তব্য, বিচার সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তিদের বক্তব্য, সুখরঞ্জন বালির জবানবন্দি এবং ‘ভুয়া স্বাক্ষ্য’ ইস্যুতে শিবিরের দাবি সংবলিত নানা উপস্থাপনা।
এ প্রসঙ্গে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান বলেন, বিচারিক স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে আমরা বরাবরই ন্যায়ের পক্ষে। আমরা দেখাতে চেয়েছি, কীভাবে স্কাইপ কেলেঙ্কারি ও বিদেশি হস্তক্ষেপের মতো বিষয়গুলো যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক—যেখানে তিনি বিচার প্রক্রিয়ার দুর্বলতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন।
তিনি আরও বলেন, বিচারপতি হত্যাকাণ্ড, ভুয়া স্বাক্ষী তৈরি কিংবা বিচার ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার—এসবই আমরা দলিলসহ তুলে ধরেছি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে টাঙানো জামায়াতের শীর্ষ নেতাদের ছবি ঘিরে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর তীব্র প্রতিবাদের পর তা সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন