হাসিনার ষড়যন্ত্র রক্ষায় বামপন্থীরা বর্ণচোরার ভূমিকায়: ছাত্রশিবির

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে তথাকথিত ‘মব জাস্টিস’-এর সূচনা বামপন্থীদের হাত ধরেই - এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস. এম. ফরহাদ।
তিনি বলেন, “বিভিন্ন ট্যাগ ও তকমা দিয়ে প্রতিপক্ষকে হেয় করা বামদের পুরোনো কৌশল। আজও তারা সেই একই ধারায় চলেছে। এখন তারা শেখ হাসিনার রাজনৈতিক ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনফরহাদ আরও বলেন, “শহীদ মতিউর রহমান নিজামীসহ দেশের ইসলামপন্থী নেতাদের বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এর দায় একা হাসিনার নয়, দায় আছে শাহবাগের সেই তথাকথিত ফ্যাসিবাদীদেরও—যারা আজ ১০-১২টি সংগঠনের ব্যানারে মাত্র ২০-২৫ জন নিয়ে টিএসসিতে জড়ো হয়ে আবারো বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।”
ছাত্রশিবিরের এই নেতা আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মতাদর্শিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এবং ভিন্নমত দমন করতে গঠনমূলক বিতর্ক নয়, বরং লেবেলিং, গালিগালাজ ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করার পথকেই বেছে নিচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মন্তব্য করুন