পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অভিযানে দুইশ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।
গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে শালবাহান ইউনিয়নের কালিতলা ডাহুক ব্রিজ থেকে বালবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে দুলাল হোসেন (৩৫) এবং চড়কডাঙ্গী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আবু দুলালকে (৩৫) আটক ও দুইশ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনতেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


