বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মুদি দোকানে জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে এই জরিমানা করা হয়। আজ বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে গণেশ ট্রেডার্সে’র ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিক সঞ্জয় মহন্তকে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন