নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০৬ বিকাল
ছাত্রলীগ নেত্রী পদ পেলেন ঢাবি ছাত্রদলের হল কমিটিতে
_original_1754651165.jpg)
ছাত্রলীগ নেত্রী পদ পেলেন ঢাবি ছাত্রদলের হল কমিটিতে
ঢাবি প্রতিনিধি : সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক হল কমিটিতে পদ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম নিতু রানী সাহা। তিনি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি ঘোষিত ছাত্রদলের শামসুন্নাহার হল শাখার কমিটিতেও তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দৈনিক করতোয়াকে বলেন,
তার বিরুদ্ধে আমরা তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নিতু রানী সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন