ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় শাশুড়ির ওপর অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় শাশুড়ির ওপর অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামে শাশুড়ির ওপর অভিমান করে রাহেলা আক্তার মীম (২০) নামে এক গৃহবধূ আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে আত্মহত্যা করেছেন। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের সোহেল রানা মালয়েশিয়ায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রী রাহেলা আক্তার মীম স্বামীর বাড়িতে শাশুড়িসহ বসবাস করতেন।

শাশুড়ির সাথে বনিবনা না হওয়ায় গৃহবধূ রাহেলা আক্তার মীম বেশ কিছুদিন যাবত তার বোনের বাড়িতে থাকতেন। গত বুধবার সোহেল রানা ছুটিতে দেশে এলে গৃহবধূ স্বামীর বাড়িতে আসেন। অপরদিকে গৃহবধূ বাড়িতে আসার পর তার শাশুড়ি তার বোনের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় সোহেল রানা পাশে বেড়াগ্রাম বাজারে যায়।

বাজার থেকে বাড়িতে ফিরে এসে শয়নকক্ষে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। পরিবার সূত্রে জানাগেছে শাশুড়ির ওপর অভিমান করে রাহেলা আক্তার মীম আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারন জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পুলিশের চাকরি দেয়ার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা, দুই প্রতারক গ্রেফতার

রাস্তার কাজ শেষের আগেই ফাটল, তদন্তে মিলল অনিয়মের সত্যতা

২০১৯ সালের মতো চমক দেখাতে চায় ছাত্র অধিকার পরিষদ, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস পদে জমজমাট প্রস্তুতি

ঢাবির শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের নেতৃত্বে দ্বীপ, শাহেদ

চমকে দেওয়া তথ্য দিলেন তামান্না

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ