ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দুই বেয়াইয়ের,আহত ৪ জন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দুই বেয়াইয়ের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্পট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিলাসী নুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জু মিয়া (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের মো. ওয়াহেদুল্লার ছেলে মো. আলাউদ্দিন (৬০)। তারা সম্পর্কে বেয়াই।

বিষয়টি  নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।

আরও পড়ুন

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) একই উপজেলার পাগলা থানার দত্তেরবাজার গ্রামে মুঞ্জু মিয়া তার মেয়ে মিম আক্তারকে বিয়ে দেন। বুধবার মিম আক্তারের শ্বশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে মুঞ্জু মিয়া তার আত্মীয় স্বজনদের নিয়ে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নুর মসজিদ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে।

অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বাচ্চু মিয়া বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে নদীতে বিলীন, চলাচলে চরম দুর্ভোগ

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণ 

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফেরণ, আহত ১

রংপুরের কাউনিয়ার হারাগাছে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু