ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

অভ্যন্তরীণ কোন্দল, থানায় মামলা

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র সদস্য, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং আংগারপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার (৭২) মারা গেছেন। গত ১৮ জুলাই ভোরে পাকেরহাট জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে শরীফ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।

সেখানে দুই সপ্তাহ চিকিৎসা শেষে ৩ আগস্ট বাড়িতে ফেরেন। আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। শরীফ উদ্দিনের ওপর হামলার ঘটনায় গত ২১ জুলাই তার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ বাদি হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, খানসামা উপজেলা বিএনপি বর্তমানে দুই ভাগে বিভক্ত। একপক্ষ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী, অন্যপক্ষ বিএনপি’র সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মেস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।

এদিকে তার মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল। মিয়া গ্রুপের নেতাকর্মীরা দাবি করছেন, কর্নেল গ্রুপের অনুসারীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিন সরকারের মৃত্যু হয়েছে। তবে কর্নেল গ্রুপ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মিয়া গ্রুপের অনুসারী জেলা বিএনপি’র অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, কর্নেল গ্রুপের অনুসারীরা পরিকল্পিতভাবে প্রবীণ রাজনীতিবিদ শরীফ উদ্দিন সরকারকে নৃশংসভাবে হামলা করে। এই গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

অন্যদিকে, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের ওপর হামলার ঘটনায় তার ছেলে ছাত্রনেতা শুভ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তবে ঘটনার পর রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনার সঙ্গে আমাদের জড়িয়ে মিথ্যে অভিযোগের মামলা করে নিজের দলের লোকজনকে হয়রানি করছেন।

এই হামলার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যদিও কোন মৃত্যুই কাম্য নয়। তবে তার এই মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষরা লাশ নিয়ে অপরাজনীতি করছে, এর তীব্র নিন্দা জানাই। এর আগে গত ১১ জুলাই রাতে ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে কর্নেল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনায় ২৫ জন আহত হন এবং ৫০টির বেশি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই উপজেলায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাট থেকে বৈদড় পর্যন্ত রাস্তা ৩৭ বছরেরও সংস্কার হয়নি

নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত  লাখ টাকা আত্মসাৎ

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

বগুড়ার শাজাহানপুরে বর্ষার পানিতে তলিয়ে গেছে শ্যামলাকাতিপাড়া, দুর্ভোগে মানুষ