চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফেরণ, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবারও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় লাঠির আঘাতে মো: ইসরাইল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মো. ইসরাইল ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর পোড়াগাঁ এলাকার মৃত একরামুলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পোড়াগাঁ এলাকায় নিজ বাড়ির নিকট প্রতিপক্ষের হামলার শিকার হন ইসরাইল। এসময় ওই এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
জানা যায়, ইসরাইল সৌদি আরব প্রবাসী। কয়েকদিন আগে তিনি বাড়ি আসে। নিজে কোন ঝামেলায় জড়িত না হলেও নিকট লোকজনের সাথে পূর্ব শত্রুতার কারণে হামলার শিকার হন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবার জন্য বলা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও একজন আহত হবার বিষয়টিও তিনি নিশ্চিত করেন। এ ব্যাপারে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয় নি বলেও জানান পুলিশ কর্মকর্তা রাজু।
মন্তব্য করুন