নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : গ্রীন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ার প্রত্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি রাস্তার দু’ধারে তাল গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা একটি তাল গাছের চারা রোপণ করলে রাস্তার দু’ধারে এক সাথে পঞ্চাশ জন যুবক চারা রোপণ করেন।
এসময় চারা রোপণ করেন, সহকারী কমিশনার (ভূূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এপির ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ। পরে এ সড়কটির নাম দেয়া হয় তাল সড়ক।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, কিশোরগঞ্জকে গ্রীন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ার প্রত্যয়ে ৫০ হাজার চারা রোপণ শুরু করা হল।
মন্তব্য করুন