সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দিলে বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুরপুর এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনসুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন