আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্টাফ রিপোর্টার : “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননায় ভূষিত হলেন দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক।
আজ শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ৫০বছর আগে ১৯৭৬ সালে দৈনিক করতোয়া প্রতিষ্ঠার পর ১৯৮০ সাল থেকে মোজাম্মেল হক নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকাকে উত্তরাঞ্চল তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা পেয়ে সম্পাদক মোজাম্মেল হক মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকুন ।আমি আমার সাংবাদিকতার ৫০ বছরে নানা বাধাবিপত্তির মধ্যেও বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম।
আরও পড়ুনমানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দু’জন ব্যক্তিকে এই আজীবন সম্মাননা প্রদান করা হয়। অপরজন হলেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। দৈনিক মানবাধিকার প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া’র নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকাসহ অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মানবাধিকার প্রতিদিন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও খুদে নৃত্যশিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানে ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন