জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক দৈনিক করতোয়া এবং ভোরের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হক এবং চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম।
৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টার অনুষ্ঠানে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেজেন্টেশন করেন ই-ক্রয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া এবং ভোরের দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হক।বিশেষ অতিথি হিসেবে জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ায় সোহাগ, ই- ক্রয় এর ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মুশফিকুল আলম, সুপার হিরোখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সিনিয়র ফটো জার্নালিস্ট কাজল হাজরা, দৈনিক করতোয়ার নির্বাহী সম্পদক তাসলিমা হক রাকা,মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, মহাসচিব মো. সগীর আহম্মেদ,মানবাধিকার প্রতিদিনের উপ ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার শিরিন রহমান, সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিদিনের সম্পাদক ও স্টার বাংলাদেশ মিডিয়ার সভাপতি খন্দকার আছিফুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্টার বাংলাদেশ মিডিয়ার সেক্রেটারি সাংবাদিক হযরত আলী হিরু। সবশেষে দেশের চলচ্চিত্র ও ঢিভি চ্যানেলের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্লু বাবলস্ গ্রুপের আয়োজনে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিকার সবুজ রায়, চিত্রনায়কা নেহা এবং নিউজ প্রেজেন্টার মডেল জাকোয়ানা চৌধুরী আনিকা।
মন্তব্য করুন