ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে (২২) ধর্ষণচেষ্টার সময় স্বামীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে এক বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করে। ওই বখাটের নাম সোহেল রানা। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোহেল রানা একই গ্রামের এক অটোভ্যান চালকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্ত মেয়েটি তার কু-প্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি স্বামীকে অবগত করে। মেয়েটির স্বামী এ বিষয়ে সোহেল রানার অভিভাবকের কাছে বিচার চায়। এতে ওই মেয়েটির ওপর ক্ষুব্ধ হয়ে উঠে সোহেল রানা।

এ অবস্থায় ২৪ জুলাই রাত ১০টায় মেয়েটির স্বামী অটোভ্যান চালানোর কাজে বাড়ির বাইরে অবস্থান করার সুযোগে সোহেল রানা কৌশলে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে ঘুমিয়ে থাকাগৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সোহেল রানা। তখন মেয়েটির স্বামী ঘরে প্রবেশ করলে সোহেল রানা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক