ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

রংপুরে তিন উপজেলার তিন পতিত আ’ লীগ নেতা গ্রেফতার

রংপুরে তিন উপজেলার তিন পতিত আ’ লীগ নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি : ‎রংপুরের তিন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা প্রদান, অর্থ পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারা হলেন- পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু মিয়া (৫০), কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি (৫৭) ও মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমান।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আওয়ামী লীগের পাঁচগাছি ইউনিয়নের সাবেক সভাপতি বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি পীরগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় এজাহারনামীয় আসামি।

‎অপরদিকে মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, একাধিক মামলার আসামি মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ জোগানের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এছাড়া তিনি সাবেক এমপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি এইচএন আশিকুর রহমান ও তার ছেলে রাশেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ৩৫ লাখ টাকার বিনিময়ে নৌকা প্রতীক পেয়ে বিনা ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে কাউনিয়া থানার ওসি এমএ ফারুক জানান, রাতে উপজেলার ভায়ারহাট বাজার থেকে টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ রয়েছে।

‎এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা আওয়ামী লীগের নেতা হওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত এবং মামলার আসামি। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি 

বগুড়াসহ উত্তরাঞ্চলে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন

রহনপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে স্বৈরাচার সরকার : মাদ্রাসা শিক্ষাবার্ড চেয়ারম্যান

মানিয়ে নিতে চেষ্টা করছেন নুসরাত ফারিয়া

৬৭৬-এ শেষ হলো সঞ্জিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’