ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা চা বাগান এলাকায় চুনারুঘাট থেকে মাধবপুরগামী দু’টি ট্রাকের চালকদের গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। 

এ সময় সেসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করা হলে যাত্রীদের মধ্য থেকে কেউ বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করে। পরে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল মাধবপুর থানার অধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) বিএনপি’র মনোনয়ন পেতে প্রতিযোগিতা জামায়াতের একক প্রার্থী