হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা চা বাগান এলাকায় চুনারুঘাট থেকে মাধবপুরগামী দু’টি ট্রাকের চালকদের গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে।
এ সময় সেসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করা হলে যাত্রীদের মধ্য থেকে কেউ বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করে। পরে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
আরও পড়ুনএ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল মাধবপুর থানার অধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন