শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত

মফস্বল ডেস্ক: মাগুরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচিত শিশু আছিয়া খাতুনের বাড়িতে ঘর ও গাভী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির এমবি বাকেরসহ অন্যান্য নেতারা।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থীক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুর সহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেওয়া হয়েছে চিকিৎসা সহায়তা। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ। অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।
আরও পড়ুনএদিকে ঘর এবং গাভী পেয়ে জামায়াতে ইসলামের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম।
মন্তব্য করুন